জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের কর্মস্থলে দ্রুত ফেরার আহ্বান জানিয়েছে। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে।
রবিবার এনবিআরের বিদ্যমান সংকট নিরসন নিয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থকে একটি বিবৃতি প্রদান করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এনবিআরের এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। গত দুই মাস ধরে চলমান এই অবস্থার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
এতে আরও বলা হয়েছে, রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যেই কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনের নামে কাজকর্ম বন্ধ করে অর্থনীতির ক্ষতি করছেন যা অগ্রহণযোগ্য।
সরকারের পক্ষ থেকে বারবার আলাপ-আলোচনার আহ্বান সত্ত্বেও তারা অগ্রাহ্য করছেন। তাই জরুরি বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে এনবিআরের অধীনস্থ কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সরকার আশা করছে, দ্রুত কর্মস্থলে ফিরে আইনবিরুদ্ধ কর্মকাণ্ড থেকে সরে আসবেন কর্মকর্তারা। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।