নারী ফুটবলে ইতিহাস গড়ল বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। এটাই প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার মিয়ানমারকে ২-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা জোড়া গোল করেন ।
এদিন গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও সহজ হয়ে যায়। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। মিয়ানমারের ৩ এবং বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে।
বাংলাদেশ যদি শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরে যায় আর মিয়ানমার যদি বাহরাইনকে হারিয়ে ৬ পয়েন্টে পৌঁছায়—তবুও হেড টু হেড বিবেচনায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন।
১৯৮০ সালে কুয়েতে বাংলাদেশের পুরুষ দল প্রথম এশিয়া কাপে অংশ নিয়েছিল। সেই পথ ধরে ২০২৬ সালে নারীরা প্রথমবারের মতো খেলবে এশিয়া কাপে।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে চূড়ান্ত পর্ব। স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে। বাকি আট দল আসবে বাছাই থেকে, যার একটি হলো বাংলাদেশ।