আগামী
১৭ থেকে ২৭ এপ্রিল
ইন্দোনেশিয়ার জাকার্তায় হতে যাচ্ছে এএইচএফ
কাপ। আগের রাতে রওনা
দিয়ে আজ মঙ্গলবার সকালে
সেখানে পৌঁছেও গেছে মামুনুর রশীদের
দল। এদিনই অনুশীলন শুরু করার কথা
রয়েছে।
বাংলাদেশ
ছাড়াও এশিয়ার আরও নয়টি দল
ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই
টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টটি
এশিয়া কাপের কোয়ালিফায়ার হিসেবে বিবেচিত হচ্ছে। অতীতে এই টুর্নামেন্টে বাংলাদেশ
চারবার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও শিরোপা ধরে রাখার মিশনে
রয়েছে পুস্কর খীসা মিমো-রাকিবুলরা।
সেই পথে বড় বাধা
মনে করা হচ্ছে ওমানকে।