জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ১১৬ এবং বল হাতে ১৫ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এমন পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার আইসিসির পক্ষ থেকেও।
বুধবার (৭ মে) আইসিসি ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। মিরাজ এগিয়ে এলেও শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। পাঁচে রয়েছে সাকিব আল হাসানের নামও। যিনি মাঠে নেই গত বছরের সেপ্টেম্বরের শেষ থেকেই।
র্যাঙ্কিংয়ে মিরাজের উন্নতিতে প্রভাবক হিসেবে কাজ করেছে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টে শতক ও ১০ উইকেট শিকার। দুই ম্যাচের সিরিজে ১১৬ রান ও ১৫ উকেট রয়েছে তার ঝুলিতে।
সিলেটে প্রথম টেস্ট হারলেও চট্টগ্রাম টেস্ট টাইগাররা ইনিংস ব্যবধানে জিতে নেয় মাত্র তিন দিনে মিরাজেরই নৈপুণ্যে।
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনে অবস্থান করা মিরাজের উঠে এসেছে দুইয়ে। একধাপ এগোনো মিরাজের রেটিং বেড়ে এখন ৩২৭। তিনে থাকা আফ্রিকার মার্কো ইয়ানসেনের রেটিং পয়েন্ট ২৯৪। তাকে পেছনে ফেলেছেন মিরাজ। প্যাট কামিন্স ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চারে।