Friday, October 31, 2025
১৬ কার্তিক ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

আপনি পড়ছেন : Initiatives & Campaigns

ওটিটি প্লাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে তরুণ অভিনেতা বাবিল খান

ইরফান পুত্র বাবিল খান ইনফ্লুয়েন্সারদের সাবধান করে দিল


বিনোদন ডেস্ক
2025-04-26 ১২:৩০ পিএম
ইরফান পুত্র বাবিল খান ইনফ্লুয়েন্সারদের সাবধান করে দিল
ছবি:সংগৃহীত

‘কালা পানি’, ‘মামলা লিগ্যাল হ্যায়’, ‘হিউমারাসলি ইয়োরস’ সিরিজ বানিয়ে অমিত গোলানি ইতিমধ্যে জনপ্রিয়। তাঁর প্রথম সিনেমা ‘লগআউট’। ১৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘লগআউট’-এর চিত্রনাট্যকার বিশ্বপতি সরকার।

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। বাবার পথ অনুসরণ করে তিনিও নাম লিখিয়েছেন অভিনয়ে।

গত শুক্রবার ওটিটিতে মুক্তি পেয়েছে বাবিল অভিনীত নতুন সিনেমা। এর পর থেকেই আলোচনায় এই তরুণ অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম, ইনফ্লুয়েন্সার, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি এখন বহুলচর্চিত বিষয়। কিছুদিন আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার খারাপ দিক নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘সিটিআরএল’ বা ‘কন্ট্রোল’ সিনেমাটি। মুক্তির পর যাঁরাই দেখেছেন, তাঁরাই ভাবতে বাধ্য হয়েছেন প্রযুক্তির খারাপ দিক নিয়ে। প্রযুক্তির কাঠপুতুল হয়েই যে আমরা দিন কাটাচ্ছি, এ সিনেমা ছিল তার প্রমাণ।

এবার ‘লগআউট’ মুক্তির পর আবার নড়েচড়ে বসেছেন দর্শকেরা। এবার উন্মোচিত হলো সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের যাপন।

প্রত্যুষ দুয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ‘প্যাটম্যান’ নামে সে জনপ্রিয়। সাড়ে ৯ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে তার। বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে সে কাজ করে। তাই ইনফ্লুয়েন্সার হিসেবে সব সময় দর্শকের কাছে প্রাসঙ্গিক থাকাই তার একমাত্র লক্ষ্য। কীভাবে ভাইরাল কনটেন্ট বানানোর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ঘুম থেকে ওঠার পর থেকে এটাই তার একমাত্র ধ্যান–ধারণা।
এদিকে, প্রত্যুষ দুয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী একটি ভাইরাল ভিডিও আপলোড করে।

সঙ্গে সঙ্গে অনুসারীর সংখ্যার  দিক থেকে তার কাছাকাছি চলে আসে। ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি মানুষ যাকে আগে অনুসরণ করবে, তার কাছে চলে যাবে ব্র্যান্ডের চুক্তি। ‘কিছু একটা করা’র জন্য প্রত্যুষকে চাপ দিতে থাকে তার ম্যানেজার জেডি।
রাতে মদ্যপ অবস্থায় লাইভ ডিডিও করে প্রত্যুষ। সকালে উঠে সে যখন দেখতে যায় তার অনুসারী কত বাড়ল, তখন আর ফোন খুঁজে পায় না। সারা ঘর খোঁজার পর বুঝতে পারে যে সে ফোন হারিয়ে ফেলেছে। যে ফোন ছাড়া প্রত্যুষ একমুহূর্তও থাকতে পারে না, সেই ফোন হারিয়ে দিশাহারা হয়ে যায় সে।

প্রত্যুষ নিজের নম্বরে কল দিলে এক নারী ফোন ধরে। আর একটা পর্যায়ে অজান্তেই সেই নারীর কাছে নিজের নিয়ন্ত্রণ তুলে দেয় সে। কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারে যে কী ভয়ংকর ভুল সে করে ফেলেছে। একের পর এক মারাত্মক সব ঘটনা তাকে দাঁড় করিয়ে দেয় খাদের মুখে। প্রত্যুষ কি আর ফিরে আসতে পারে সেখান থেকে?