Friday, August 1, 2025
১৭ শ্রাবণ ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

>> ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আপনি পড়ছেন : Initiatives & Campaigns

এক যুগ পর ‘টালোবাসা’ আনল চন্দ্রবিন্দু


2025-01-05
এক যুগ পর ‘টালোবাসা’ আনল চন্দ্রবিন্দু


চন্দ্রিল-অনিন্দ্য-উপলদের দশম অ্যালবামটি স্পটিফাই, আইটিউনস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউবে শোনা যাচ্ছে। সেই সঙ্গে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ডেও। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’বলছে, যাত্রা শুরুর পর ৩৫ বছর পার করেছে ‘চন্দ্রবিন্দু’; তাদের প্রথম অ্যালবাম আসে ১৯৯৭ সালে। ‘টালোবাসা’র আগে ২০১২ সালে এসেছিল তাদের নবম অ্যালবাম। প্রেম-ভালোবাসা, হাস্যরস ও ব্যাঙ্গ-বিদ্রুপের মিশেলে সাজানো হয়েছে টালোবাসার গান।
ইনস্ট্রাগামে ‘চন্দ্রবিন্দু’ লিখেছে, “নতুন অ্যালবাম বের হচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বের হত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের। প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।”
রেকর্ড প্রকাশের খবর জানিয়ে ওই পোস্টে আরো লেখা হয়েছে নতুন অ্যালবাম বের করা সিদ্ধান্ত নেওয়ার পর একটা বিষয় নিয়ে দলের সদস্যরা দ্বিধায় পড়েছিলেন।
সেই সময় রেকর্ড বার করার বুদ্ধি বাতলে দেন ব্যান্ডের গায়ক উপল সেনগুপ্ত।
“অ্যালবামের গানগুলো কি শুধুই আইটিউনস আর স্পর্টিফাইতে শোনা যাবে? হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল (ব্যান্ডের সদস্য)। বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল।
“নতুন করে ফিরে আসছে টার্ন টেবিল পৃথিবীজুড়ে। এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে। চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়। ভিনদেশ থেকে প্রকাশিত লিমিটেড এডিশন ৩৫০টি রেকর্ড পাওয়া যাবে অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে।“
নতুন অ্যালবাম টালোবাসায় ১০টি গান থাকছে। এই ১০টি গানের অন্যতম হল গ্যাঁড়াকল, কেরানি, প্রধানমন্ত্রী, বায়নাখোকা, আমার জানালা দিয়ে, বিকেল শোনা যাচ্ছে। এছাড়া চন্দ্রিলের গাওয়া ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটিও থাকবে এ অ্যালবামে।
চন্দ্রবিন্দুর যাত্রা শুরু ১৯৮৯ সালে। ১৯৯৭ সালে মুক্তি পায় প্রথম অ্যালবাম ‘আর জানি না’। এই ব্যান্ডের সদস্যরা হলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য, অরূপ পোদ্দার, রাজশেখর কুণ্ডু, সুরুজিৎ মুখার্জি, শিবব্রত বিশ্বাস ও সৌরভ।
সদস্যদের মধ্যে উপল, অনিন্দ্য ও চন্দ্রিল দলের লিড ভোকাল। চন্দ্রবিন্দু যে গানগুলো গেয়ে থাকে, প্রায় সবগুলোর গীতিকার চন্দ্রিল।