Friday, October 31, 2025
১৬ কার্তিক ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

আপনি পড়ছেন : Initiatives & Campaigns

‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত অরুণ চক্রবর্তী আর নেই


2024-12-10
 ‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত অরুণ চক্রবর্তী আর নেই
ছবি:সংগৃহীত

হেমন্ত ঋতুর ছোঁয়া দেশের সর্বত্র ভোরে এবং মধ্যরাতে বেশ শীত শীত অনুভব হয়। এ সময় প্রকৃতি যেমন শান্ত থাকে দেশেরও তেমনি শান্ত থাকার কথা। খেঁজুরের রস, পিঠাপুলি, নবান্নের উৎসব সব মিলিয়ে একটি আনন্দময় পরিবেশ বিরাজ করার কথা। জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের ফসল অর্ন্তবর্তীকালীন সরকারের মাত্র তিন মাস পার হলো কিন্তু সারা দেশে যে অস্থিরতা, অসহিষ্ণুতা, অমানবিকতা, আমরা দেখতে পাচ্ছি তা আমাদেরকে ভীষণভাবে বেদনার্ত করে তুলছে। বিশেষ করে ২৪ ও ২৫ শে নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যা ঘটে গেল এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা কিছুতেই ভেবে পাই না একটি কলেজের ছাত্ররা কী করে অন্য কলেজের ছাত্রদের নির্মমভাবে পেটাতে পারে এবং এই পেটানোর পর যে উল্লাস তারা করেছে সেটাকে পৈশাচিক উল্লাস বললেও ভুল হবে না। এর সাথে যুক্ত হয়েছে লুটপাট, ধ্বংসযজ্ঞ এবং ভাংচুর। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভবনটি ছিল হাইরাইজ বিল্ডিং। চমৎকার ছিল এর আর্কিটেকচার। ক্লাস রুমগুলো অত্যাধুনিক সবই এখন অতীত স্মৃতি। কলেজ কর্তৃপক্ষ এই ক্ষতি পুষিয়ে আবার কবে ক্লাস শুরু করতে পারবেন তা আমরা জানি না। কিছু ছাত্ররা নিজেদের যে ক্ষতি করলো এর মাশুল আজীবন বয়ে বেড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বিনম্র নিবেদন। যথেষ্ট হয়েছে এখন আপনাদের কঠোর হতে হবে। ‘দেখি না কী হয়’ এই মনোভাব বদলাতে হবে। এভাবে চলতে থাকলে এই সরকারের ওপর আস্থা শূন্যতে নেমে আসবে। সরকারের বুঝতে হবে এখন যা ঘটছে তা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এসব ষড়যন্ত্রকারীদের সমূলে উৎখাত করতে না পারলে এই সরকার এবং দেশের জন্য এক করুণ পরিণতি অপেক্ষা করছে।

পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত অরুণ চক্রবর্তী আর নেই। তিনি বাংলাদেশের কবি ও সাহিত্যাঙ্গনেও একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি।

মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ‘বিজয় দিবস’ ১৬ ডিসেম্বর আবার ফিরে এলো। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৫৪টি বছর কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজও আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি না। আকাশে-বাতাশে ঘুরে বেড়াচ্ছে ড্রাগনের থাবা। সত্যিকার মুক্তিযোদ্ধারা উপেক্ষিত ভূয়া মুক্তিযোদ্ধারা সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে। মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলী। তাদের আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা আমরা নিশ্চয়ই একদিন গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারবো আমরা স্বাধীন।