সৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
2025-05-13 ৬:২০পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছবি :সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন। রাজধানী রিয়াদে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) তাকে স্বাগত জানান।
এই সফরের প্রথম দিন ট্রাম্প ও এমবিএস এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা, এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
সফরের বাকি অংশে তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এসব সফরে পারস্পরিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হবে।
বিশ্লেষকরা বলছেন, এমন সফর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষত যখন অঞ্চলটি বিভিন্ন ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।