কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে রাতেই পাকিস্তানও হামলা চালায়।
এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান।’ তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক জবাবের প্রশংসা করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোটা জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে।
সিরাজ-উল-হক বলেন, পাকিস্তান শান্তি চায়। তবে জাতীয় স্বার্থে কোনো আগ্রাসন বরদাশত করা হবে না। ভারতের উসকানিমূলক পদক্ষেপ তাদের নিজেদের জন্য সর্বনাশ ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি।