ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ২০২২ সালে বিপ্লবী গার্ডের একজন কর্নেলকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিচার বিভাগ বুধবার একথা জানিয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন নামে এই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইন নিউজ ওয়েবসাইটে জানিয়েছে, ২০২০ সাল থেকে দুই বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছেন মোহসেন।
২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গারনেশিনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। খোদাই বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডের দায় ইসরাইল স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল।
মিজান জানিয়েছে, লাঙ্গারনেশিন খোদাইয়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন এবং হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার সমর্থনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।