Friday, October 31, 2025
১৬ কার্তিক ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

আপনি পড়ছেন : ঢাকা

তীব্র গরমের পর ঢাকার বৃষ্টি যেন প্রকৃতির এক মিষ্টি উপহার

তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি


খায়রুন নাহার
2025-04-28 ১২:৫০ পিএম
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
ছবি:সংগৃহীত

গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর আজ রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ সকাল থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে,এবং দুপুর সাড়ে বারোটা নাগাদ নামে বৃষ্টি। গরমে হাঁসফাঁস করা নগরবাসী এ বৃষ্টিতে পেয়েছে কিছুটা প্রশান্তির ছোঁয়া।

গত সপ্তাহজুড়ে রাজধানীর তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল, যা জনজীবনে চরম দুর্ভোগ বয়ে এনেছিল। প্রচণ্ড রোদে রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা, অফিসপাড়া, বাজারসহ বিভিন্ন স্থানে ছিল ক্লান্তিকর নীরবতা। গরমের পাশাপাশি বাড়তি ছিল ধুলাবালি ও গরম বাতাসের তীব্রতা।

আজকের বৃষ্টি সেই গরমের কষ্ট কিছুটা লাঘব করেছে। বৃষ্টির পর তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে আসে এবং পরিবেশ হয়ে ওঠে অনেকটা মনোরম। বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলো কিছুটা ভিজে গেলেও যানজটের তেমন কোনো বড় সমস্যা দেখা যায়নি। বরং অনেকে রাস্তায় দাঁড়িয়ে বা ছাদে উঠে বৃষ্টির আনন্দ উপভোগ করতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তারা আরো বলেছে, এই বৃষ্টি মূলত পশ্চিমা লঘুচাপের প্রভাবে হচ্ছে, যা দেশের অন্যত্রও স্বস্তি বয়ে আনবে।

নগরবাসীর জন্য এই বৃষ্টি শুধু আরাম নয়, স্বাস্থ্য ও পরিবেশের দিক থেকেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ধুলিকণায় ভরা বাতাস কিছুটা পরিষ্কার হবে এবং জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য রক্ষায় সাহায্য করবে।

অনেকেই আজকের বৃষ্টিকে 'প্রকৃতির আশীর্বাদ' বলেই অভিহিত করেছেন। এমন স্বস্তির মুহূর্ত আরও বেশি করে ফিরে আসুক—এ প্রত্যাশা এখন ঢাকাবাসীর।