সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
                        
                        
                        
                                                    স্টাফ রিপোর্টার
                                                2025-04-20 
                                                
                        ইসির সঙ্গে বৈঠকে বসেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি/সংগৃহীত 
   
                        নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ সদস্যের প্রতিনিধি দল।
আজ বেলা ১২টার পর নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ সভা শুরু হয়।
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।
সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচনকেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে ৩ মাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে গত ১৭ এপ্রিল অনুরোধ করে জাতীয় নাগরিক পার্টি।এদিন আগারগাঁওয়ে ইসি সচিবের কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে লিখিতভাবে এই আবেদন জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন এবং সদস্য মনিরুজ্জামান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি, যার শেষ সীমা রবিবার। ইতোমধ্যে পাঁচটি দল আবেদন করেছে।