দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলছে। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন।
বুধবার বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়।
আজ আলোচনা হবে গত ১৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত পাঁচ দিনের অমীমাংসিত বিষয় রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি), জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি গঠন কাঠামো ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে।
সংলাপের শুরুতে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সূচনা বক্তব্য রাখেন।