Friday, August 1, 2025
১৭ শ্রাবণ ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

>> ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আপনি পড়ছেন : Media Monitoring

আবারও এনবিআরে কলম বিরতির ঘোষণা


Desk Report
2025-06-22 12:00:30
আবারও এনবিআরে কলম বিরতির ঘোষণা
ছবি:সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানের অপসারণ চেয়ে আবারও কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রোববার সংসদে বাজেট পাস উপলক্ষে কর্মসূচি স্থগিত থাকলেও সোমবার আবারও কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকাস্থ সব বিভাগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও একই সময়ে নিজ নিজ কার্যালয়ে কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআরকে দুটি পৃথক ইউনিটে বিভাজনের জন্য একটি অধ্যাদেশ জারি করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা ২৬ মে পর্যন্ত কলম বিরতি পালন করেন। এরপর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এনবিআর বিলুপ্ত নয়; বরং প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীন ও বিশেষায়িত রূপে গড়ে তোলা হবে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হলেও চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে তার অপসারণের দাবি অব্যাহত রাখে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

২০ জুন এনবিআরের কাঠামো সংস্কারের সমন্বয়ের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটির নেতৃত্বে আছেন এনবিআরের কর সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। তবে এই কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি সত্ত্বেও কর্মীদের বদলি ও নিপীড়ন চলছে। এনবিআরের ভবনে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা পরিস্থিতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা।

তারা বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যান সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। যেসব কর্মকর্তা নতুন অধ্যাদেশকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, তাদের দিয়েই গঠিত হয়েছে নতুন কমিটি। ফলে স্বচ্ছ ও কার্যকর সংস্কারের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি—

  • অবিলম্বে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে

  • সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

  • প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে

  • গঠিত কমিটিতে পরিষদের প্রতিনিধিত্ব থাকতে হবে

তাদের বক্তব্যে আরও বলা হয়, যেহেতু চেয়ারম্যান সরকারঘনিষ্ঠ একটি বিশেষ তালিকায় রয়েছেন, তাই তার নেতৃত্বে কোনো বাস্তব সংস্কার সম্ভব নয়। বরং তার নেতৃত্বে গোটা প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।