উত্তরখান-দক্ষিণখানের তিনটি রেলক্রসিংয়ে উড়ালসড়ক নির্মাণ:  ডিএনসিসি
                        
                        
                        
                                                    স্টাফ রিপোর্টার
                                                2025-05-08 ৩:২৫ পিএম
                                                
                        ছবি:সংগৃহীত 
   
                        ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে উত্তরখান ও দক্ষিণখান এলাকার সংযোগকারী ৩টি রেলক্রসিংয়ে উড়ালসড়ক (ফ্লাইওভার) নির্মাণের ঘোষণা দিয়েছে ডিএনসিসি।
বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এ ঘোষণা দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, “নতুন ১৮টি ওয়ার্ডের (উত্তরখান ও দক্ষিণখান এলাকা) সঙ্গে বিমানবন্দর সড়কের মধ্যে সংযোগ স্থানে ৩টি রেলক্রসিং রয়েছে। আগামী অর্থবছরে এই তিন ক্রসিংয়ে উড়ালসড়ক তৈরির কাজ শুরু হবে। এছাড়াও নতুন ওয়ার্ডগুলোর জনদুর্ভোগ লাঘব করতে রাস্তা ও পানিনিষ্কাশন নালা নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”
ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তিঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, “ঢাকার সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী মাসের মধ্যে বুয়েটের করা ব্যাটারিচালিত রিকশা তৈরি করা হচ্ছে। এসব রিকশার চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। প্রশিক্ষণের পরে বৈধ লাইসেন্স দেওয়ার মাধ্যমে ঢাকায় নির্দিষ্ট সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। এসব রিকশায় নির্ধারিত ভাড়ার তালিকা থাকবে এবং নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে।”
ঢাকা উত্তর সিটির আওতাধীন দক্ষিণখান এলাকায় কসাইবাড়ি থেকে ভাতুরিয়া পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ ঢাকা উত্তর সিটি ও প্রকল্পের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন